রাহুল গান্ধীকে নিয়ে ভেঙে পড়লো মঞ্চ

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

লোকসভা নির্বাচনের প্রচার চালাতে সোমবার বিহারে একটি জনসভায় যোগ দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। সেখানে তিনি যখন বাকি নেতাদের নিয়ে মঞ্চে উঠছিলেন তখনই হঠাৎ করে মঞ্চ ভেঙে পড়ে। যদিও নিজেকে ঠিকঠাকমতই সামলে নিয়ে পতন এড়াতে সক্ষম হন নেতা। বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতীর পক্ষে ভোটের প্রচার চালাতে রাজ্যের পালিগঞ্জে একটি নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে সেখানে গিয়েছিলেন রাহুল। খবর বিডিনিউজের।

মিশা ভারতী লোকসভার পাটলিপুত্রা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঞ্চ ভেঙে পড়ার ওই ভিডিও ভারতের সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মিশা ভারতী হাত ধরে রাহুলকে মঞ্চে তার আসনের দিকে নিয়ে যাচ্ছেন। উপস্থিত জনতা চিৎকার করে তাদের অভিবাদন জানাচ্ছে। রাহুলের নিরাপত্তারক্ষীরা তার সঙ্গে আছেন। অন্যান্য নেতারাও মঞ্চে উঠে আসছেন। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে মিশা ভারতী কাউকে কিছু বলতে যাচ্ছিলেন। সে সময় হঠাৎ করেই মাঝখান থেকে মঞ্চ ভেঙে পড়ে। রাহুলের হাত ধরে থাকা মিশা ভারতী কংগ্রেস নেতাকে হঠাৎ পতন সামলাতে সাহায্য করেন। রাষ্ট্রীয় জনতা দলের আরেক নেতাও দ্রুত একটু এগিয়ে এসে রাহুলের হাত ধরে ফেলেন।

প্রথম পতন সামলে জনতার উদ্দেশে হাত নেড়ে রাহুলভারতী একটু এগিয়ে যেতে গেলে মঞ্চ আবারও খানিকটা ভেঙে ডেবে যায়। তবে এবার আর তাল সামলাতে সমস্যা হয়নি রাহুল গান্ধীর। পরে মঞ্চের উপর থেকে ভীড় কমিয়ে ফেলা হয় এবং ভাঙা মঞ্চের উপর পাতা আসনে বসে দিনের বাকি কাজ সারেন রাহুল।

ভারতে গত ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাত দফায় ভোট গ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। আগামী ২৯ এপ্রিল ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে। তার প্রচারেই ব্যস্ত সময় পার করছেন রাহুল। দল ও জোটের পক্ষে প্রচারে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে বেড়াচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধইরানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত আহমাদিনেজাদের
পরবর্তী নিবন্ধরাফায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪৫