আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)
বৃহস্পতিবার (২৩ মে) নগরীর চট্টগ্রাম কাস্টম হাউসে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি অভিযানিক টিম।
দুদক সূত্রে জানা যায়, অভিযানে চট্টগ্রাম কাস্টম হাউস অফিসের এআইআর শাখা হতে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে প্রতীয়মান হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান।
দুদক জানায়, অভিযানে প্রাপ্ত তথ্যাবলি বিস্তারিতভাবে যাচাইপূর্বক কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।