সুচিন্তা সুন্দর সমাজ গঠন ও সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। বিশ্বসাহিত্য কেন্দ্র মহানগরী শাখার কলেজ কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর আলেক্স আলীম একথা বলেন। গত ১৭ মে মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ কর্মসূচির সমন্বয়কারী মো. সাআদ উদ্দিন মাহ্িদ। বক্তব্য রাখেন প্রকৌশলী শোয়েব তন্ময় ও সানজিদা। সংগীত পরিবেশন করেন ইকরা ও রূপা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।