লন্ডন–সিঙ্গাপুর ফ্লাইট এসকিউ ৩২১ তে মারাত্মক টার্বুলেন্সে নিহত ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিক। তার বয়স ৭৩ বছর এবং তিনি টার্বুলেন্সের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা কর্তৃপক্ষের। তিনি তার স্ত্রীকে নিয়ে ভ্রমণ করছিলেন। তার স্ত্রীকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা কেমন তা জানানো হয়নি। বিবিসি জানায়, ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।
যাদের মধ্যে নয়জন উড়োজাহাজটির ক্রু। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহত আরও ১৪ জনকে হাসপাতালে পাঠানো হলেও তাদের আঘাত সামান্য। টার্বুলেন্সের সময় উড়োজাহাজটির যাত্রীরা সিটবেল্ট পরে ছিলেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সূবর্ণভূমি বিমানবন্দরের মহা ব্যবস্থাপক কিত্তিপং কিত্তিকচর্ন। মঙ্গলবার বিকালে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) শিকার হয়ে জরুরি অবতরণে বাধ্য হওয়ার খবর প্রকাশ করে। জানায়, টার্বুলেন্সের সময় উড়োজাহাজটির এক যাত্রী মারা যান এবং ৩০ জনের বেশি আরোহী আহত হয়েছেন। বোয়িং ৭৭৭–৩০০ইআর ফ্লাইটটি ব্যংককে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করে নিহত ব্যক্তির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। বলা হয়, আহত যাত্রীদের চিকিৎসা প্রদানে তারা থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছে।
এছাড়াও, যাত্রীদের বাড়তি সহযোগিতা দিতে তাদের একটি দল ব্যাংককে রওয়ানা হয়েছে। এসকিউ৩২১ উড়োজাহাজটি সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ঘণ্টা দেড়েক আগে বঙ্গোপসাগরের উপর আকাশে সেটি পরপর কয়েকবার মারাত্মক টার্বুলেন্সের শিকার হয়। তখন পাইলট ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।