বিষ্টি নামুক

মর্জিনা আখতার | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

কালো মেঘের পর্দা ছিঁড়ে

মুষলধারে বিষ্টি নামুক ,

ক্ষেতের চাষী পথের ফেরী

বলছে সবে বিষ্টি নামুক।

রোদ তাতানো গরমটারে

শীতল করতে বিষ্টি নামুক,

হৃদয়টারে একটুখানি

শান্তি দিতে বিষ্টি নামুক।

কষ্ট মাখা জীবনটাকে

স্বস্তি দিতে বিষ্টি নামুক,

রোদের নীচে থাকছে যারা

তারাও চায় বিষ্টি নামুক।

বনের পাখি গাছ গাছালি

তারাও চায় বিষ্টি নামুক,

ঠাণ্ডা ছোঁয়া একটু লাগুক

বিষ্টি নামুক বিষ্টি নামুক।

পূর্ববর্তী নিবন্ধমায়ের ঋণ
পরবর্তী নিবন্ধগুণী মানুষদের স্মরণে