হাটহাজারীতে উপজেলা প্রশাসন গতকাল সোমবার অভিযান পরিচালনা করে ৫১শ পিস সেগুন গাছ জব্দ করেছে। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান জানান, হাটহাজারী পৌরসভার রংগীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫১শ পিস সেগুন গাছের টুকরো জব্দ করা হয়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।
এছাড়া, কিছু গাছের মার্কিং নম্বার থাকলেও অনেক গাছে কোন মার্কিং নম্বার নেই অর্থাৎ সরকারি ক্রয়াদেশ এর সাথে অধিকাংশ গাছ মিক্সড হওয়ার প্রমাণ পাওয়া যায়। অভিযানে বন বিভাগের কর্মকর্তাসহ হাটহাজারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনা তদন্ত পূর্বক নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে তিনি জানান ।