রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকারের সর্বজনীন পেনশন স্কীম সর্বস্তরের মানুষের জন্য একটি আশীর্বাদ। এই স্কিমের আওতায় আসা বয়স্ক মানুষকে ভবিষ্যতে আর কারো উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। নিজের পেনশনের টাকায় আমরণ নিশ্চিন্তে চলে যেতে পারবেন। তিনি যারা এ স্কিমে আওতাভুক্ত করতে এলাকার মানুষকে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।
গতকাল সোমবার তিনি উপজেলা পরিষদের হল রুমে পেনশন স্কিমের সুফল সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। তিনি রাউজান থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষকে এই স্কিমে অন্তর্ভুক্ত করতে যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন।
সভায় সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগাজ্যাই মারমা। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,এসি ল্যান্ড রিদোয়ানুল ইসলাম, ওসি জাহেদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ। নিয়াজ মোরশেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ।