বরখাস্ত এসআই আমিনুল ও সোর্স রিমান্ডে

প্রবাসীর স্বর্ণ ছিনতাই

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার নগর পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও তার সোর্স শহীদুল ইসলাম প্রকাশ জাহেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. উসমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতসূত্র জানায়, গত ১৯ মে শাহ আমানত বিমান বন্দরে অপর এক প্রবাসীর কাছ থেকে নিজের ১৬ ভরি স্বর্ণ গ্রহণ করে বাসে করে গ্রামের বাড়ি লোহাগাড়ায় যাচ্ছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ খালেক। বাসটি যখন টাইগারপাস এলাকায় পৌঁছায় তখন এসআই আমিনুল ও তার সহযোগী ডিবি পুলিশ পরিচয়ে তাকে বাস থেকে নামিয়ে আনেন। এরপর একটি টেঙিতে তুলে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরানোর একপর্যায়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে তাকে নামিয়ে দিতে চাইলে জনতার হাতে তারা দুজন আটক হন। একপর্যায়ে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাদের দুজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের হয়।

জানা গেছে, ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা এসআই আমিনুল গ্রেপ্তারের আগে খুলশী থানায় কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার মোড়ে গোলচত্বর করছে চসিক
পরবর্তী নিবন্ধছেলেকে ফাঁসিতে ঝুলতে দেখে মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা