খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলী খেলা সম্পন্ন হয়েছে। বলী খেলায় যৌথভাবে ৩ জনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খাগড়াছড়ি স্টেডিয়ামে গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত এই খেলা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। কয়েক ধাপে দেশের বিভিন্ন জেলার মোট ৩৬ জন বলী এতে অংশ নেন।
খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলী এবং খাগড়াছড়ির সুমন বলী ও সৃজন বলীকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর প্রমুখ উপস্থিত ছিলেন।