শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদসহ চারজন

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি অভিনেতা জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। জায়েদ খানের সঙ্গে আরও তিন জন সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান সমিতির সহসভাপতি ডি এ তায়েব। তিনি বলেন, বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। খবর বিডিনিউজের।

আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি। আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে দুদিন আগেই সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি। দুই একদিনের মধ্যেই তারা হয়ত কাগজ হাতে পাবে। সদস্যপদ ফিরে পাওয়ার খবরে জায়েদ খান গ্লিটজকে বলেন, সত্যের জয় সবসময় হয়। আমি বিষয়টা নিয়ে খুশী।

এদিকে ডি এ তায়েবের নামে অভিনেত্রী নিপুণ সাইবার ক্রাইম আইনে মামলা করবেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে অভিনেতা তায়েব গ্লিটজকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যকরী সভা শেষে শিল্পী সমিতির মুখপাত্র হয়ে সভার সিদ্ধান্তগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে আমাকে কথা বলতে হয়। সেখানে নিপুণের সদস্যপদ বাতিল কেন হবে না কারণ চেয়ে নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়।

গণমাধ্যমে বলা আমার কথাগুলো নিয়ে নিপুণ আক্তার আমাকে মামলার ভয় দেখায়। খণ্ডিত বক্তব্যের মামলা হয় কীভাবে? আমি তো একটা কমিটি, একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত জানিয়েছি। আমার যোগ্যতা নিয়ে তিনি কথা বলেছেন, সাইবার ক্রাইমে মামলা করার হুমকি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ পেল ‘অবুঝ মনের প্রেম’
পরবর্তী নিবন্ধবোধনের জাগো সুন্দর