হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান আজ বিশ্বস্বীকৃত

অর্গানন অব মেডিসিন প্রকাশনার অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান আজ বিশ্বস্বীকৃত। দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন। হোমিওপ্যাথির উন্নয়নে সকলকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল শনিবার বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘অর্গানন অব মেডিসিন ৬ষ্ঠ সংস্করণ প্রকাশনার শতবর্ষ পূর্তি উদযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম, এল.এম.এইচ.আই’র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আশরাফুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ডা. কে এম আলাউদ্দিন ও সদস্য সচিব ডা. মো. নজরুল ইসলাম খান। ডা. তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডা. সৈয়দ আবু সইদ, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, ডা. হাবিবুর রহমান মার্শাল, ডা. মো. কবিউল করিম, প্রভাষক ডা. মো. এনামুল হক এনাম।

অনুষ্ঠানে বাহোপ নেতৃবৃন্দ দেশের প্রতিটি শিল্পকারখানায় একজন করে হোমিও চিকিৎসক রাখার দাবি জানান।

দ্বিতীয় পর্বে অনলাইনে বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম। অতিথি ছিলেন অধ্যক্ষ ডা. অসীম কৃষ্ণ চৌধুরী, অধ্যক্ষ ডা. সালেহা খাতুন। ডা. কে এম আলাউদ্দিনের সভাপতিত্বে অর্গানন অব মেডিসিন ষষ্ঠ সংস্করণের উপর বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডা. সুভাষ সিংহ, প্রফেসর ডা. অভিজিৎ চট্টোপাধ্যায়, প্রফেসর ডা. শ্রীকান্ত চৌধুরী, ডা. শেখ ফারুখ এলাহী, ডা. একেএম শহীদউল্লাহ, ডা. আহাম্মদ হোসেন ফারুকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোন দেশে সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারছে, কাদেরের প্রশ্ন
পরবর্তী নিবন্ধযুবসেনা মহানগর দক্ষিণের যুব প্রতিনিধি সম্মেলন