গণতন্ত্র মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা আজ রোববার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ। সভাপতিত্ব করবেন ডা. জবিউল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।