মায়া বড় অদ্ভুত। রক্ষে নেই এই মায়ার। যদি মায়া পেয়ে বসে তবে এই মায়া ছাড়ানো খুবই কষ্টের, কারণ মায়ার অভ্যেসে নিজেকে অভ্যস্ত করে পরে সেই মায়ার দুয়ার হতে ফিরে আসা নিতান্ত অসম্ভব। তবে মায়ার ঘোর কাটানো অসম্ভব হলেও একসময় মায়া হতে বিচ্ছিন্ন হতেই হয়। মায়ার বাঁধনে সর্ব দুনিয়া বাধা গেলেও কোনো এক অজানা সুঁতোয় মায়া কাটা পড়ে। তখন মনের অজান্তেই মুচকি হেসে ব্যথা চেপে ঠিকই এগিয়ে যেতে হয়। মায়াবিহীন বন্ধুর পথে যা অত্যন্ত কাঁটায় পরিপূর্ণ। মায়ার শোক কাটিয়ে উঠাই দুষ্কর! স্মৃতিতে অমলিন রেখে ঠিকই পাড়ি দিতে হয় বহু দূরের পথ। মায়াকে যতোই ভালোবাসুন না কেনো অজানা কাঁটাতারের বেড়ায় জড়িয়ে ঠিকই ছেড়ে এগুতে হয় জীবন নামক গন্তব্যহীন মরুর পথে শত বাধা পেরিয়েই।