পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লংগদুর বড় হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লংগদু উপজেলার কাট্টলী কুকিছড়া গ্রামের সময় মনি চাকমার ছেলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা (৪৫) এবং বড় হাড়িকাবার ধুধুকছড়া গ্রামের লেংগ্যা চাকমার ছেলে ও ইউপিডিএফ সমর্থক ধন্য মনি চাকমা (৩৫)। হত্যাকাণ্ডের ঘটনায় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। তবে ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।
সকালের হত্যাকাণ্ডের ঘটনার পর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা বলেন, লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। সকাল সাড়ে ৮টার সময় লংগদুর বড় হাড়িকাবার ভালেদি ঘাটের পার্শ্ববর্তী স্থানে সন্তু গ্রুপের ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন। হামলায় নেতৃত্ব দেন পোয়া চাকমা ওরফে আপন (৩২)। আপন বড় হাড়িকাবার পাশের কুট্টছড়ি গ্রামের লক্ষ্মী মনি চাকমার ছেলে জানিয়েছে ইউপিডিএফ। বিবৃতিতে ইউপিডিএফ নেতা হত্যাকাণ্ডের ঘটনাকে ‘কাপুরুষোচিত’ ও ‘ন্যক্কারজনক’ বলে উল্লেখ করা হয়।
তবে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ওই এলাকায় আমাদের সাংগঠনিক কোনো কার্যক্রম নেই। কাজেই আমাদের জড়িত থাকার কোনো কথাই আসেনি। এটা এক ধরনের জিঘাংসার কথা। এই ঘটনা তাদের অভ্যন্তরীণ কোন্দলও হতে পারে।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে এবং মামলা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাল আধাবেলা অবরোধের ডাক : খুনের ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। গতকাল বিকাল ৪টায় রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে আগামীকাল ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক নিকন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ–সভাপতি ধর্মশিং চাকমা।