সীতাকুণ্ডের শতবর্ষী পুকুর ভরাটের অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৩২ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব হাসাবাদ গ্রামের শতবর্ষী কলই পুকুর ভরাটের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার পুকুর ভরাটের সংবাদ পাওয়ার পর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে শতবর্ষী পুকুর ভরাটের দায়ে মৃত বদরুজ্জামানের পুত্র মোহাম্মদ শাহাবুদ্দিনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয় এবং শতবর্ষী পুকুরটি তিন দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ মনজুসহ সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর ও জলাশয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতবর্ষী পুকুর ভরাট করার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়াতে নগদ টাকাসহ ৪ জুয়া‌ড়ি গ্রেফতার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বজ্রপাতে যুবকের মৃত্যু