বান্দরবানের থানচি উপজেলার উপজেলার থুইসা পাড়ায় আগুনে পাহাড়ি জনগোষ্ঠীর ১১টি বসতঘর পুড়ে গেছে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বিজিবি। এর আগে আগুন নিভাতে গিয়ে দগ্ধ হয়ে আহত হয়েছেন তিনজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আইন–শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা জানান, থানচি উপজেলার তীন্দু ইউনিয়নের দুর্গম থুইসা পাড়া এলাকায় বসতবাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে পাহাড়ি গ্রামের ১১টি বসতঘর। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের থুইসা পাড়ায় আগুনে ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় ১২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্গম পাহাড়ে বসবাসকারীদের জন্য এসব ঘর কয়েক প্রজন্মের কষ্টের ফসল। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধ্যমত সহায়তা প্রদান করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, দুর্গম থুইসা পাড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বিজিবির জিন্নাপাড়া ক্যাম্পের সদস্যরা। আগুনে আহত কয়েকজনকেও ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।