৬০টি ফ্যানের মধ্যে ৩২টিই নষ্ট

স্যার আশুতোষ সরকারি কলেজ

এস এম নাঈম উদ্দীন, বোয়ালখালী | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হওয়া বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ৬০টি ফ্যানের মধ্যে ৩২টিই নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন। ফ্যান চালু না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। ক্লাসে ফ্যান না থাকায় অনেকে গরমের ভয়ে কলেজে আসাও ছেড়ে দিয়েছে। এ প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, কলেজের ১১৬ নম্বর কক্ষের ২টি ফ্যান, ১১২ নম্বর কক্ষের ২টি, আইসিটি বিভাগে ১টি, হিসাববিজ্ঞান কক্ষে একটি ২টি, অন্য কক্ষে ৪টি, রাষ্ট্রবিজ্ঞান সেমিনার ২১৬ নম্বর কক্ষে ৫টি, রাষ্ট্র বিজ্ঞানের ২১৭ নম্বর কক্ষে ৪টি, ২১৮ নম্বর সেমিনারে ২টি, স্কাউট রোভার ডেন এ ২টি, লাইব্রেরি কক্ষে ৩টি, ডিগ্রির সেমিনারের ১২১ নম্বর কক্ষে ২টি, ডিগ্রির সেমিনারের ১২২ নম্বর কক্ষে ৩টি ফ্যান নষ্ট হয়ে পড়ে আছে। এছাড়া ২১৪ নম্বর কক্ষে একটি ফ্যানও নেই বলে জানিয়েছেন কলেজের শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, গরমে আমরা ক্লাস করতে পারছি না। কলেজে অনেক ছাত্রছাত্রী আসছে না ক্লাসে ফ্যান না থাকার কারণে। এছাড়া আরো অনেক সমস্যায় জর্জরিত এ কলেজটি। প্রায় কক্ষের ফ্যান নষ্ট। অধ্যক্ষকে বললে তিনি কানেও নেন না বিষয়টি। ওল্টো বলেন সরকারি বরাদ্দ নেই। তবে তার কক্ষে এসি রয়েছে।

কলেজের শিক্ষার্থী শিমুল সর্দ্দার বলেন, অধ্যক্ষকে ফ্যানের বিষয়ে বারবার অবগত করার পরও তিনি কোনো পদক্ষেপ নেননি। বরং আমাকে বলেছেন, ফ্যানের বিষয়ে কথা বলার তুমি কে? আমি একজন ছাত্র হিসেবে বলতেই পারি। কিন্তু তিনি কোনো কর্ণপাত করেননি আমার কথায়।

অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর বলেন, ফ্যানগুলো যে এভাবে নষ্ট হয়ে পড়ে আছে আমাকে কেউ জানায়নি। আমি ছাত্রদের থেকে শুনলাম। শীঘ্রই ঠিক করব।

পূর্ববর্তী নিবন্ধচবিতে দুই ঘণ্টার অভিযানে বহিরাগত ৩০ মোটরসাইকেল জব্দ
পরবর্তী নিবন্ধকেএনএফের নারী শাখার প্রধান আকিম বম গ্রেপ্তার