প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৯৭৫ পরবর্তী চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি শফর আলী ও শেখ মো. ইসহাক গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকাস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় ১৯৭৫ পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘ ৩৫ মিনিট একান্ত আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যখন দেশ ও জাতি এক দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে পড়েছিল তখন ৭৫ পরবর্তী ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রাণপূর্ণ শক্তি ও জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরেছিলেন, সাহস করে সংগঠন গড়ে তুলেছিলেন, অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, নির্যাতিত হয়েছিলেন, সেই কারণেই জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ আজ চতুর্থবারের মত দেশ পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।











