নাজিরহাট পুরাতন সেতুতে বেইলি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাটে এমপি সনি বলেছেনদলীয় প্রতীকে আমাকে নির্বাচিত করে আমাকে কৃতার্থ করেছেন। আপনাদের এ অবদান আমি কোনদিন ভুলব না। আপনাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি দিনরাত কষ্ট করে যাচ্ছি। নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি ডিপার্টমেন্ট এ নিজে গিয়ে কাজ আদায় করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ ফটিকছড়ির সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করা হবে।

ফটিকছড়িতে নাজিরহটে জরাজীর্ণ পুরাতন সেতু ভেঙে বেইলি ব্রীজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ির সংসদ সদস্য এসব কথা বলেন।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলামুর রহমান গোলাপ, উপ বিভাগীয় প্রকৌশলী নোমান পারভেজ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মো: বাকের, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেনসুন্দরপুর ইউপি চেয়ারম্যান মো: শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত আনোয়ার সাদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম, ফটিকছড়ি ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ, মো: আলী, মো: নাছির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনারী নির্যাতন প্রতিরোধে বিদ্যানন্দের উদ্যোগ প্রশংসনীয়
পরবর্তী নিবন্ধশিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছে ইউজিসি