যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর ঢাকা সফরের পর ‘বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ‘তারা অনেক চেষ্টাও করেছিল দেখাসাক্ষাৎ করার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা (সরকারের সঙ্গে) সম্পর্ককে আরো গভীর করতে চায় এগিয়ে নিয়ে যেতে চায়। এজন্য মাথা খারাপ বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে।’ খবর বিডিনিউজের।
১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে ওই আলোচনায় মন্ত্রী বলেন, ‘আগে দেখতাম দুই একজন নেতা খেই হারিয়ে ফেলে আবোল–তাবোল কথা বলেন। এখন সিনিয়র নেতারাও খেই হারিয়ে ফেলছেন।’
তিনদিনের সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে টানাপড়েন পেছনে ফেলে সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার কথা এই সফরে বলেছেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। ১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনা সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে এসে যেমন আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করেছেন, তেমনি দেশকে বিস্ময়করভাবে এগিয়ে নিয়ে বিশ্বের দরবারে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।’