সাধনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কৃষক লীগ নেতার ওপর হামলা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ (৪০) ও তার বাবা মোহাম্মদ ইদ্রিছের (৬৫) ওপর হামলার অভিযোগে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম সালাহ উদ্দীন কামালসহ তার সঙ্গীয় ১৮ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার ১৬ মে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গত ৯ মে বিকালে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ (৪০) ও তার বাবা মোহাম্মদ ইদ্রিছের (৬৫) ওপর হামলার ঘটনায় মো. ইলিয়াছ এখনো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হয়ে তার বাবার মাধ্যমে এজাহার পাঠালে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে গত ১২ মে বাণীগ্রাম নতুন বাজারে বাঁশখালী উপজেলা কৃষক লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছিল। সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামালসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুধাংশু শেখর হাওলাদার।

পূর্ববর্তী নিবন্ধমূল হোতা ডাকাত সর্দার নজরুল অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশাটলে বগি বাড়ানো ও পাওয়ার কার যুক্ত করার প্রস্তাব