রাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু’ন

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আপন ভাইয়ের হাতে মো. সোহাগ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বুধবার (১৫) মে রাতে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ও হত্যাকারী দুইজনই ওই এলাকার মমতাজ মিয়ার ছেলে। জানা যায়, নিহত সোহাগ মিয়ার সঙ্গে তাঁর আপন ভাই সোনা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

জমি সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে আদালতে। বুধবার দিনে আদালতে শুনানি ছিল, সেখান থেকে ফিরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যার দিকে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে সোনা মিয়া। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, বুধবার আদালতে স্বাক্ষী দেওয়াকে কেন্দ্র করে দুই ভায়ের মধ্যে উত্তেজনা শুরু হয়। বসতঘরে ভাঙচুর করার এক পর্যায়ে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে তার ভাই সোনা মিয়া।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। এ ঘটনায় ঘাতক সোনা মিয়া, সোনা মিয়ার স্ত্রী, তাদের সন্তান তারেক, তারেকের স্ত্রী ও সোনা মিয়ার এক মেয়েকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল।

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। সকাল ৯টা পর্যন্ত এঘটনায় কেউ থানায় কোনো মামলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ‘সাংস্কৃতিক কর্মীরাই মহান স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন’
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ডিবির সোর্স পরিচয়ে টেইলার্সে হামলা ও ভাঙচুর