পোর্ট সিটি ভার্সিটিতে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে করণীয়’ শীর্ষক এক সেমিনার গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পোর্ট সিটি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম. মুজিবুর রহমান। মুখ্য আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস. এম. ওসমান গনি উপাচার্য বলেন, মাদক নিয়ে সচেতনতা সৃষ্টির দায়িত্ব কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নয়। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বক্তব্য রাখেন প্রক্টর এস. এম. ওসমান গনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাশের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, অধ্যাপক ড. মো. ফসিউল আলম, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জাফনুন আসলাম আইভি এবং নূরুল আফসার খালেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেইল্ড ক্যামেরা স্টোরিজের ভলান্টিয়ার কর্মশালা
পরবর্তী নিবন্ধঈদ উৎসব-কোরবানি অফার ক্যাম্পেইনের উদ্বোধন