বিরহের উইল

কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

এই বিরহ শুধু আমার নয়, মহাকালের বিবর্তনে

এর দায়ভার তোমারও আছে।

বুকের ভিতর কাঠ ঠুকরো পাখির মত নিরবধি খুঁড়ে যাচ্ছ,

যে সকল অনন্ত ব্ল্যাকহোল, তার বিষধর যন্ত্রণা

আমার চলার পথের গোড়ালির হাড় কেবল অবশ করে দেয়।

আমি ঘুমতে পারি না,

ঘুমের নামে রাতের বিভৎসতা চেটেপুটে নেশাতুর হই।

রাত্রির এই অন্ধ নগ্নতা চিরন্তন অচল মুদ্রার দীর্ঘশ্বাস।

উত্তর মেরুদক্ষিণ মেরু সর্ব শর্তে

গর্ভবতীর মতো বিরজমান জীবনভর।

এমন জীবন আর কত বহন করবো?

এক জীবনে কত আর পঁচা গলা ডোবা হয়ে বেঁচে থাকবো?

আমি এবার উত্তাল সমুদ্র হতে চাই,

সমুদ্র তটের চোরাবালির ফাঁদ হতে চাই।

যদি তুমি কখনো অহংকারী পায়ে সমুদ্র বিলাস করো,

খোদার কছম প্রিয়, তোমাকে আমার বুকে গ্রাস করে নেবো।

জীবন যাপনের সকল বিরহ তোমার নামে উইল করে দেবো!

পূর্ববর্তী নিবন্ধদ্বিচারিণী
পরবর্তী নিবন্ধমনময়ুরী