কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গত ৯ মে। দুটি গ্রুপ থেকে চারটি দল ইতিমধ্যে সুপার ফোর পর্বে উত্তীর্ণ হয়েছে। দল চারটি হলো সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা,কোয়ালিটি স্পোর্টস, রাইজিং স্টার জুনিয়র এবং শতাব্দী গোষ্ঠী। এ দল চারটি নিয়ে আজ ১৫ মে থেকে শুরু হচ্ছে সুপার লিগ পর্ব। দল চারটি পরস্পর পরস্পরের বিরুদ্ধে খেলবে এবং সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দল শিরোপা লাভ করবে। পরবর্তী মওসুমে তারা প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ নেবে। উল্লেখ্য লিগের প্রথম পর্বের পয়েন্ট সুপার লিগ পর্বের পয়েন্টের সাথে যোগ হবে না। সুপার লিগের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। আজ প্রথম খেলায় অংশ নেবে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা বনাম শতাব্দী গোষ্ঠী। ১৭ মে খেলবে কোয়ালিটি স্পোর্টস বনাম রাইজিং স্টার জুনিয়র,২২ মে সীতাকুন্ড উপজেলা বনাম রাইজিং স্টার জুনিয়র,২৭ মে কোয়ালিটি স্পোর্টস বনাম শতাব্দী গোষ্ঠী, ২৯ মে রাইজিং স্টার জুনিয়র বনাম শতাব্দী গোষ্ঠী,৩১ মে সীতাকুন্ড উপজেলা বনাম কোয়ালিটি স্পোর্টস। এদিকে ১ম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বও কাল থেকে শুরু হচ্ছে। চারটি দল রেলিগেশন পর্বের খেলায় অংশ নেবে। দলগুলো হলো: শতদল জুনিয়র, উল্লাস ক্লাব, স্টার ক্লাব এবং নিমতলা লায়ন্স ক্লাব। চার দলই পরস্পর পরস্পরের বিরুদ্ধে খেলবে। সর্বনিম্ন পয়েন্টধারী দুটি দল ১ম বিভাগ লিগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে যাবে। প্রথম পর্বের পয়েন্টের সাথে রেলিগেশন পর্বের পয়েন্ট যোগ হবে না। আগামীকাল ১৬ মে রেলিগেশন পর্বের প্রথম খেলায় অংশ নেবে শতদল জুনিয়র বনাম নিমতলা লায়ন্স ক্লাব। এ পর্বের সব খেলাও সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।