পরম এক মমতাময়ী দরদী শব্দ মা। মা তাঁর আপ্রাণ চেষ্টা দিয়ে নিজ সন্তানকে খুব যত্নে মানুষ করে। জীবনযুদ্ধের সাথে তাল মিলিয়ে প্রতিকুল পরিবেশেও মা তার সন্তানের কোনো অপূর্ণতা রাখেন না। মা তাঁর নিজের সখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেন। সন্তান সবার কাছে যত বড়ই হোক না কেন, মা ঠিক ছোট বেলায় যেরূপ সন্তানকে লালন–পালন করেছেন বড় হলেও সেরূপ যত্নে রাখতে চান। মায়ের এমন বিশালতা, বিসর্জনতা, মহানুভবতা আর কারো কাছে পাওয়া যায় না। বিশেষ করে আমার মা যখন আমাকে ভাত খাইয়ে দিতেন, ভাত খাওয়ার পর সেই মুহূর্তে মুখ মুছার জন্য হাতের নাগালে কিছু না পেলে, সাথে সাথে শাড়ির/ওড়নার আঁচল দিয়ে আমাকে মুখ মুছে দিতেন। যা এখনও আমার খুব মনে পড়ে, মায়ের এমন মমতা আর কোথাও পাওয়া যায় না। এখনও আমার কোন অসুখ হলে বা ভাত খেতে না চাইলেও মা বলে; ‘আই বাবা আমার হাতে ভাত খেয়ে যা’। মায়ের এমন ভালোবাসায় আমরা প্রত্যেকেই নানাভাবে সিক্ত। মায়ের জন্য নির্দিষ্ট দিনে শুধু এটুকুই স্মৃতিচারণ করলাম। মা নিয়ে লিখলে শেষ হবার নয়, মায়ের জন্য ভালোবাসারও কোনো সীমানা বা বিশেষ দিন থাকে না। মা হোক নিত্য দিনের ভালোবাসা। মায়ের আঁচলে রাখা ভালোবাসা আমার গায়ে মুড়িয়ে বলতে চাই মা তুমিই আমার জীবনের সকল পাওয়া।