মা আলেয়া বেগমের সুরে গাইলেন মেয়ে রোশনী

| মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

অনেক বছর ধরেই গান করেন আলেয়া বেগম। বাউল ও বিচ্ছেদ গানের শিল্পী হিসেবে তার জনপ্রিয়তা প্রবল। তবে বছরখানেক আগে কোক স্টুডিও বাংলার সিজন দুয়ে ‘কথা কইয়ো না’ গান দিয়ে নতুন করে আলোচনায় আসেন শিল্পী। তার গান শুনে মুগ্ধ হয়েছেন সব ধরনের শ্রোতা। এবার শোনা যাবে আলেয়া বেগমের মেয়ে ইন্নিমা রোশনীর গান। মা দিবসে মাকে নিয়েই গান করেছেন তরুণ শিল্পী।

গানটির সুরও করেছেন তার মা আলেয়া বেগম। ১২ মে মা দিবসের সন্ধ্যায় ‘মায়ের আঁচল’ শিরোনামের গানটি প্রকাশ করে সংগীতের নতুন প্ল্যাটফরম ‘লিভিং রুম সেশন’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটির কথা লিখেছেন মোয়াজ্জেম হোসেন। মামার লেখা গানটি মায়ের মুখে ছোটবেলা থেকেই শুনে আসছেন। গান কাভার করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করলে একসময় মায়ের কাছে গানটিও আবদার করে বসেন মেয়ে।

তার কণ্ঠে গানটি শুনে মুগ্ধ হন সংগীত পরিচালক পাভেল আরিন। তার স্টুডিওতে আমন্ত্রণ পান ইন্নিমা। গানটিও স্থান পায় লিভিং রুম সেশানে। সংগীতজীবনের শুরুতেই এত বড় আয়োজনে গান প্রকাশ নিয়ে উচ্ছ্বসিত রোশনী। তিনি বলেন, গানটি শুনে আমার বাবা কেঁদেছেন। মাও দারুণ খুশি। লিভিং রুম সেশনের প্রতিও আমার কৃতজ্ঞতা।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া থেকে মনোনয়ন পেয়েছে ‘ময়না’
পরবর্তী নিবন্ধপর্দায় ফেরার আভাস দিলেন রিচি সোলায়মান