হাটহাজারীর হালদা নদীর পাড়ে গতকাল রবিবার রেনু বিক্রয় উৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এই উৎসবের আয়োজন করে। মাছুয়াঘোনা হ্যাচারি আয়োজিত রেনু বিক্রয় উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মাইদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। এ সময় উপজেলা মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা মেহেরুনেছা, হালদা প্রকল্পের কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য বিভাগের স্টাফ ও ডিম সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা হালদা নদী থেকে সংগৃহীত ডিম থেকে উৎপত্তি রেনুর গুণগত মান নিয়ে আলোচনা করেন। হালদা রেনু দ্রুত বর্ধনশীল বলেও উল্লেখ করা হয়। গতকাল প্রতি কেজি রেনু দেড় লাখ টাকা দামে বিক্রি করা হয়েছে বলে জানা যায়।