উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখার ৩০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তারা হলেন, মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিচারক চার বিবাদীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিযেছেন।
আদালত সূত্র জানায়, উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখা গত বছর নুরুল ইসলাম বিএসসির চার ছেলের বিরুদ্ধে ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে অর্থঋণ মামলাটি দায়ের করে। খাতুনগঞ্জের সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের নামে তারা উক্ত ঋণ নিয়েছিলেন।