‘পৃথিবীর কেউ ভালোতো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালো বাসাবাসি সেথায় যেতে প্রাণ চায় মা’ আসলেই মায়ের মতন ভালোবাসা কোথাও নেই বলে বিষণ্নতায় ব্যাকুল মনটা বোবা কান্না করে নীরবে নিভৃতে। বুকের ভেতরটা কেঁপে বলে মাগো আমি জন্মালাম তোমার কোলে মায়া মমতায় ভরে, তুমি ছাড়া এ দুনিয়ায় বাঁচি কেমন করে? কারণ মা হল সাহস, শ্রম, ধৈর্য্য, প্রেরণা, ভরসার স্থান। মায়ের সাথে জড়িয়ে আছে মমতা, মধুরতা, সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। মা ডাকাতেই প্রশান্তি, পরিতৃপ্তি, অবর্ণনীয় সুখ মেলে। মা সুখের সিন্ধু, নিরাপদ আশ্রয়স্থল। মা চোখের মনি, বিধাতার অসীম দান, তাই ত্রিভুবনে কেউ যেন না করে মায়ের অপমান।
দুনিয়ার সব বদলাতে পারে কিন্তু সন্তানের জন্য মায়ের স্নেহ মমতা, উদারতা কখনো বদলাবে না। কারণ মায়ের কাছে সন্তান প্রাণের চেয়েও প্রিয়। কোন প্রয়োজন ছাড়াই মা ভালোবাসে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, যার মা নেই তার মতন অসহায়, দুর্ভাগাও কেই নেই।