ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম কারখানায় আইসক্রিম তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময় কারখানায় প্রবেশ করলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেতেই কারখানা থেকে দৌড়ে পালালেন শ্রমিক–কর্মচারীরা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার কুমিরা ও বাড়বকুণ্ড বাজার এলাকায়। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে দুই আইসক্রিম কারখানা মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) কায়েমুল, ভূমি অফিসের সহকারী (নাজির) সজীব দাশ, মো. নুর উদ্দিন প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজাদীকে জানান, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অনুমোদনহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার ও বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে কুমিরা বাজারে অবস্থিত গোল্ডেন আইসক্রিম কারখানাকে এক লাখ টাকা এবং বাড়বকুণ্ড বাজারে অবস্থিত বিসমিল্লাহ আইসবার কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানায় থাকা মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা ১৫ হাজার আইসক্রিম জব্দের পর জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি কারখানা দুটিতে তালা ঝুলিয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।