ইপিজেডে ছুরিকাঘাতে তরুণ খু’নের ঘটনায় গ্রেফতার ২

আজাদী অনলাইন | শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:৪৯ অপরাহ্ণ

পাওনা টাকার জের ধরে চট্টগ্রামের ইপিজেডে জনসম্মুখে ছুরিকাঘাত করে মেহেদী হাসান নামে এক তরুণকে খুনের ঘটনায় হওয়া মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে ও আগের রাতে ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- সাদিকুর ও হাফিজুর রহমান।

গত ৯ মে বেলা দুইটার দিকে সিইপিজেডের কন্ডা আর্টস ম্যাটেরিয়ালস নামের কারখানার শ্রমিক সাদিকুর এবং রমজানের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় তারা একে অপরকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। পরবর্তীতে একই পোশাক কারখানায় কর্মরত মেহেদী হাসান রিফাত এ বিষয়টি মীমাংসা করে দিলেও সেটি মেনে নেয়নি সাদিকুর।

রিফাত রমজানের পক্ষ নিয়েছে—এমন ধারণা করে ভাড়াটিয়া সন্ত্রাসিদের নিয়ে একইদিন রাতে রিফাতকে মারতে যায় সাদিকুর।

আকমল আলী পকেট গেটমুখী মেসার্স আশা মনি এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকানের সামনে রিফাতের রিকশা থামিয়ে সাদিকের নেতৃত্বে রিফাত ও মেহেদী হাসানের ওপর হামলা চালায়।

ওই সময় মেহেদী হাসানের বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হয় রিফাত এবং শহিদুল নামে দুই যুবক।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন, মেহেদী হাসান খুনের ঘটনায় তার মা রেহানা বেগম ১০ তারিখ বাদী হয়ে সাদিকুর রহমান এবং রমজান আলীর নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর প্রথমে আমরা আসামি সাদিকুরকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ভিত্তিতে আমরা পরবর্তীতে হাফিজুর রহমানকেও গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তার আমাদের অভিযান চলমান।’

পূর্ববর্তী নিবন্ধএমভি আবদুল্লাহ এখন বঙ্গোপসাগরের জলসীমায়
পরবর্তী নিবন্ধবায়েজিদে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৯ জুয়াড়ি