সীতাকুণ্ডে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ টাকা জরিমানাসহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার বড়কুমিরা ও বাড়ককুণ্ড বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অনুমোদনহীন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে গোল্ডেন আইসক্রিম কারখানাকে ১ লক্ষ টাকা এবং বিসমিল্লাহ আইসবার কারখানাকে ১ লক্ষ টাকা মোট ২লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কারখানা দুইটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
একই সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল দিয়ে নোংরা পরিবেশে প্রস্তুতকৃত আইসক্রিম গুলো জব্দ করে বিনষ্ট করা হয়।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল আদালতকে সহযোগিতা করেন মো. কায়েমুল, সীতাকুণ্ড মডেল থানাসহ ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।