মার ওপর মেজাজ দেখাইও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি মা চলে গেলে নিজের দুনিয়াও অন্ধকার। মা দিয়ে মসজিদ, মা দিয়ে মাদ্রাসা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মক্কা। মাকে কেউ কষ্ট দিও না। মা মানে আদর। মা মানে শান্তি। মা মানে ছায়া। কখনও একবার ভেবে দেখেছেন একজন মা কতটা অসহায় হতে পারে। অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে। বসার স্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে। এগুলোতো আমাদের জন্য হচ্ছে কতই না কষ্টের। তারা আমাদের গর্ভে ধারণ করেছে বিনিময়ে আমরা তাঁকে কিছুই দিতে পারিনি। মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। মাকে যারা কষ্ট দিবে তারা কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ আপনারা কখনও মাকে কষ্ট দিবেন না। মার জীবনটা হচ্ছে মশার কয়েলের মত। নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে সন্তানদেরকে সুরক্ষিত রাখে তিনিই হলেন আমাদের মা।