নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন

খাগড়াছড়ি জেলা বিএনপির যৌথ সভায় শামীম

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে এখন নিজেদেরকে দেশের ত্রাণকর্তা মনে করছেন। তারা প্রহসনের ডামি নির্বাচনে ভোট ডাকাতি করে ক্ষমতাসীন হয়েছে। এ জন্যই সরকার জনগণকে ভয় পায়। তাই তারা এখন মিথ্যা কথা বলে কোনো না কোনভাবে এই কলঙ্ক লুকাতে চাচ্ছেন। জনগণ দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য বছরের পর বছর ধরে আন্দোলন করেছে। ডামি নির্বাচনের মতো চলমান একতরফা উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করবে। আবারও তারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে।

তিনি গতকাল সোমবার বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ডামি সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। কারণ তাদের জনগণের ভোটের কোনো প্রয়োজন হয় না। তারা ভোটকে পাত্তা দেয় না। এই সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে, সবই ডামি, একতরফা নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সেই নির্বাচনে জনগণই ঠিক করবে তারা কাদের ক্ষমতায় বসাবে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, সহসভাপতি বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোওয়াজা, যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্যা মিলন, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, মহিলাদলের সভানেত্রী কুহেলি দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুলাহ আল নোমান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসনি সেন্টার এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করল র‌্যাংগস ইলেকট্রনিক্স
পরবর্তী নিবন্ধচাকরিতে ঢোকার বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত হয়নি : জনপ্রশাসন মন্ত্রী