মহেশখালীতে চিংড়ি ঘের দখল–বেদখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ মোহাম্মদ ওসমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ ওসমান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই খাইরুল আমিন। তিনি বলেন, গত ৪ মে একই এলাকার কবির আহমেদের পুত্র আমান উল্লাহ আমানের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারাত্মক আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে ও পরে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। রবিবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ওসমানের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, বড় মহেশখালীর ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।