পাহাড়ি ঢলে সরে গেছে ব্রিজের খুঁটি

খাগড়াছড়ি-সাজেক সড়কে ভারী যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়িসাজেক সড়কের জমাতলী বেইলি সেতুর খুঁটি সরে গেছে। সেতু ভেঙে পাহাড়ি ছড়ায় বিলীন হওয়ার শঙ্কায় ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। এতে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সারা দেশের যাত্রীবাহী বাস ও পণ্য বাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে সাজেকে পর্যটকবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভারী যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারীরা। সড়কে আটকা পরা ট্রাক চালক আব্দুল মান্নান বলেন, ‘ভোর থেকে এখানে আটকা পড়েছি। ব্রিজের খুঁটি চলে গেছে। কবে ব্রিজ ঠিক হবে তা কেউ বলতে পারছে না। এখনো মেরামতের কাজই শুরু হয়নি।’

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, ‘পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা গাছ, বাঁশের ধাক্কায় ব্রিজের খুঁটি সরে গেছে। এখন ব্রিজের উপর ভারী যান চলাচল করছে না। শুধু হালকা যানবাহন যাচ্ছে। যাত্রী নামিয়ে দিয়ে জিপ বা পিকআপ খালি যাচ্ছে। যাত্রীরা হেঁটে সেতু পার হচ্ছে।’

জামতলী এলাকার বাসিন্দা জমির মিয়া বলেন, ‘ব্রিজটা এখন শূন্যের উপরে আছে। পিলার না দেওয়া পর্যন্ত ব্রিজে লোড নিতে পারবে না।’

সেতুটি মেরামত শেষ হতে দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। তিনি বলেন, ‘খুব ভারী বৃষ্টিপাতের কারণে বেইলি ব্রিজের খুঁটি সরে গেছে। এখন ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল করতে পারবে না। আগামীকালের মধ্যে ব্রিজের মেরামত কাজ শেষ হতে পারে। এরপর যানচলাচল স্বাভাবিক হবে।’

পূর্ববর্তী নিবন্ধহিমাগারের অভাব, জমিতে নষ্ট হচ্ছে টমেটো
পরবর্তী নিবন্ধমধ্যরাতে পাহাড় ধসে বন্ধ মারিশ্যা-বাঘাইহাট সড়ক