কোয়ালিটি অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ সহজ জয় পেয়েছে। তারা ৮ উইকেটে ব্রাইট ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্রাইট ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৬৪ রান করতে সক্ষম হয়। ব্রাইট ক্রিকেটে একাডেমির আরিফ ১৯ রান এবং আসিফ ১৬ রান করে। সিসিএর পক্ষে আসিফ এবং শাহেদ দুটি করে উইকেট পায়। এছাড়া ইলহাম, সোহাগ, ফাহিম ও সাকিব ১টি করে উইকেট নেয়। জবাবে ব্যাটিং করতে নেমে সিসিএ সাত ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সিসিএর পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে আসিফ। এছাড়া জয় ১৭ ও নয়ন ১৬ রান করে। ব্রাইট ক্রিকেট একাডেমির রিমন ও মেহেদী ১টি করে উইকেট পায়। সিসিএর অধিনায়ক আসিফ ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়।