আজ চট্টগ্রামে সমসাময়িক ফরাসি চলচ্চিত্র উৎসব শুরু

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আজ ও কাল আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সমসাময়িক ফরাসি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে চারটি সামপ্রতিক ফরাসি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলি ইতোমধ্যে বিভিন্ন উৎসবে পুরস্কৃত হয়েছে। আজ বিকাল চারটায় উৎসবের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ও অনুবাদক আলম খোরশেদ। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে দি উইন্টার বয়। এরপর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে থ্রি ডেজ অ্যান্ড এ লাইফ। আগামীকাল শনিবার বিকেল ৪টায় প্রদর্শিত হবে লাস্ট ডেজ অফ সাইমন এবং সন্ধ্যা ৬টায় সিমপ্যাথি ফর দি ডেভিল। উৎসবে আলিয়ঁস ফ্রঁসেজের ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সদস্য ও আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকরির প্রলোভনে পতিতাবৃত্তি দুই নারী উদ্ধার, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’