নিজের স্বপ্নকে ছুঁতে পারা তুখোড় তরুণ যুবরাজ শামীম। যিনি ‘আদিম’ নামের একটি সিনেমা বানিয়ে দেশে–বিদেশে হয়েছেন আলোচিত ও পরিচিত। সেই সিনেমাটি গতকাল ২ মে থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। নির্মাতা যুবরাজ শামীম তার অভিজ্ঞতা নিয়ে বলেন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা কষ্ট সহ্য করে হয়তো একটি সিনেমা নির্মাণ করে ফেলতে পারেন কিন্তু তার জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রদর্শন ব্যবস্থা।