বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ–সংঘরাজ ও সভাপতি বুদ্ধরক্ষিত মহাথেরো (৮০) গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মহাপ্রয়াণ করেন। চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আয়োজনে তার প্রথম অনিত্য সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ–সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথেরো, শ্রদ্ধা নিবেদন করে উদ্বোধনী দেশনা প্রদান করেন একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি মহাথেরো, প্রিয়রত্ন মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, তিলোকাবংশ মহাথেরো, শীলজ্যোতি মহাথেরো, রতনানন্দ থেরো। শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া, এডভোকেট সুজন বড়ুয়া, অনুজ বড়ুয়া, অনুত্তর বড়ুয়া প্রমুখ। বুদ্ধরক্ষিত মহাথেরোর মরদেহ তার জন্ম ও সাধনপীঠ আঁধারমানিক বোধিনিকেতন বিহারে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।