ফিলিপিন্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে তীব্র তাপদাহ চলছে। প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। দেশগুলোতে স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। অতিরিক্ত চাহিদার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর চাপ পড়ছে বিধায় এ বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্সে রোববার থেকে সরকারি স্কুলগুলোতে ইন–পারসন ক্লাস বন্ধ করে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। দেশটিতে একটি শ্রেণীকক্ষে অনেক শিশু গাদগাদি করে বসে ক্লাস করে। খবর বিডিনিউজের।
বেশিরভাগ ক্লাসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও নেই। আগামী তিন দিন ফিলিপিন্সে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতার কারণে তা রেকর্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হবে। যে তাপমাত্রাকে বিপজ্জনক বলে বিবেচনা করা হয়। কারণ, তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে অবস্থান করলে হিটস্ট্রোক হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে ফিলিপিন্সে বিশেষ করে দেশটির প্রধান দ্বীপ লুজোনে বিদ্যুৎ সরবরাহের উপর মারাত্মক চাপ পড়েছে। তার উপর এ মাসের শুরুতে দেশটির ১৩টি পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংক এবং দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জনগণকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যেতে এবং গেলেও খুব বেশিক্ষণ বাইরে না থাকার পরামর্শ দিয়েছে।