লোহাগাড়ায় মহাসড়কের পাশে সওজ’র উচ্ছেদ অভিযান

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৮:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কের দুইপাশ প্রসস্থ করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় উপজেলার বটতলী স্টেশনে মহাসড়কের দুইপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বটতলী স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুইপাশের কয়েক শতাধিক দোকানের অবৈধভাবে বর্ধিত অংশ, সিঁড়ি, সাইনবোর্ড, অস্থায়ী বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

এসময় সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু হানিফ, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) রিদুয়ানুল করিম, লোহাগাড়া থানার এসআই মাহফুজ, এএসআই মাসুকুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী, উপজেলা ভূমি অফিসের সহকারি আরফাত হোসেন সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারি প্রকৌশলী আবু হানিফ দৈনিক আজাদীকে বলেন, লোহাগাড়াকে যানজটমুক্ত করার জন্য মহাসড়কের দুইপাশ প্রসস্থ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এরই মধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জুন মাসে কাজ শুরু করে অক্টোবর নাগাদ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল দৈনিক আজাদীকে বলেন, যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ উদ্যোগে স্টেশনের দুইপাশের অবৈধ স্থাপনা বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

সরকারি জায়গায় কোন প্রকার অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করা যাবেনা। এরপরে আবারও দখল করা হলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতীব্র গরম, সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা