চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা একুশ’র ২য় সাধারণ সভা গত শনিবার সন্ধ্যায় সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. জহিরুল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিষদ সদস্য হোসাইন আসমা ইভার সঞ্চালনায় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব রহমান শোক প্রস্তাব উত্থাপন করেন। অর্থ সম্পাদক ড. এ কে এম শামছুউদ্দিন আজাদ বিগত সময়ের হিসেব বিবরণী পেশ করেন। বক্তব্য রাখেন চৌধুরী আমীর মো. মুছা, কাজী মাহবুবুর রহমান সুমন, মিতালি পালিত, শাহিদা রুবি, নাজলী সুলতানা শিখা, মোস্তফা জামান খারেছ, শফিউল আলম ভূঁইয়া, মো. শহীদ উল্ল্যাহ ও মোরশেদ আলম জেসী। পরে ‘আমরা একুশ’র সদস্য চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর মো. সাইফুল ইসলাম চৌধুরী, শারিরীক শিক্ষা ইনস্টিটিউটের পরিচালক সিরাজউদ্দীন মো. আলমগীর এবং সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর লুৎফন নাহার বেগম সুরমার সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন মো. ফারুককে সভাপতি, মো. আবদুল্লাহ জহিরকে সাধারণ সম্পাদক এবং শামছুল ইসলাম স্বপনকে অর্থ সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ প্রস্তাব করেন। সভায় উপস্থিত সদস্যদের সমর্থনে তা অনুমোদিত হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বন্ধুদের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে শতভাগ সচেষ্ট থাকবেন বলে সভায় জানান। প্রেস বিজ্ঞপ্তি।