১.
আসবে যদি এসেই পড়ো
দেরী কেনো
মুক্তপায়ে লোহার শেকল
বেড়ী কেনো
সবাই ঘুমে কারো যদি
ঘুম ভেঙে যায়
নিঃসরণের মাহেন্দ্রক্ষণ
ওম ভেঙে যায়
মধুভ্রমর গুঞ্জরণে
কি আর হবে
ভার্চুয়ালি কথার কথা
পিয়ার হবে….
২.
নতুন টাকা কড়কড়ে এই
নোট ছুঁয়ে দে
আলতো করে দু’একটিবার
ঠোঁট ছুঁয়ে দে
এই সময়ে এসব নাকি
সিদ্ধ আছে
এখনও তুর চুলের কাঁটা
বিদ্ধ আছে
বুকের কুঠোর যেখানে তুর
উষ্ণ ছোঁয়া
সর্ষে চোখে দেখছি সবই
ধোঁয়া ধোঁয়া
বোশেখ মাসে এই এটুকু
হতেই পারে
বাল্মিকী ও কৃষ্ণ রাধার
মতেই পারে…..