কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা চতুর্থ জয়ের দেখা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার সাগরিকার মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৯ উইকেটে হারিয়ে দেয় ঐতিহ্যবাহী স্টার ক্লাবকে। এ জয়ে সুপার ফোর অনেকটা নিশ্চিত তাদের। ৫ খেলা শেষে ১২ পয়েন্ট অর্জন করেছে তারা। স্টার ক্লাব ৫ খেলায় মাত্র ১টি জয় পেয়েছে। টসে জিতে সীতাকুন্ড প্রথমে ব্যাট করতে পাঠায় স্টার ক্লাবকে। নির্ধারিত ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ২৩৭ রান সংগ্রহ করে। দলের হয়ে মাহবুবুর রহমান সেঞ্চুরি পেলেও তা দলকে জয় এনে দিতে পারেনি। ১০১ বলে ১০০ রান করেন তিনি। ৬টি চার এবং ৮টি ছক্কা মারেন তিনি। এছাড়া ওপেনার ইয়াসিন আরাফাত ৭০, তাফিজুর রহমান ২২ এবং মোহাম্মদ জোবাইর ২০ রান করেন। সীতাকুন্ডের পক্ষে এয়াসিন হোসেন ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন রবিবুল হোসেন এবং তাইফ মাহমুদ। জবাবে সীতাকুন্ড ২৪.৪ ওভারে জয় তুলে নেয়। ১ উইকেট হারিয়ে তারা ২৪১ রানে পৌঁছে যায়। ওপেনার শাওন ইসলাম মাত্র ৪১ বলে ৯১ রান করে আউট হয়ে যান। নিজের ঝড়ো ইনিংসে ৬টি চার এবং ১০টি ছক্কা মারেন তিনি। এছাড়া কাজী নাজিম উদ্দিন অপরাজিত ৮৫ এবং আহমদুুল হোসেন অপরাজিত ৫৬ রান করেন। আজকের খেলা: শতদল ক্লাব বনাম শতদল জুনিয়র।
        











