বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মৌসুমী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৫০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় । গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসোবে কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান। উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী,মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, এম,হারুনুর রশিদ, জসীম উদ্দিন হায়দার, কেএম সালাহ উদ্দিন কামাল, কায়েশ সরওয়ার সুমন, মো.আহসাব উদ্দিন, ইবনে আমিন, রেজাউল করিম চৌধুরী ইউনুছ, মো. ওসমান গনি প্রমুখ।
এতে পৌরসভা ও ১৪টি ইউনিয়নের জনসংখ্যা ভিত্তিক তালিকা অনুসারে প্রতিজন কৃষককে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রান্তিক ২ হাজার ৫০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় ।