রাঙ্গুনিয়ায় এক প্রবাসীর নির্মাণাধীন বসতঘরে অগ্নিকাণ্ডে ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুড়ে যাওয়া বসতঘরের মালিক নূর আয়েশা বেগম। তিনি জানান, তিন মাস আগে জায়গা কিনে পোমরা আজিমনগর এলাকায় পাকা বাড়ির কাজ শুরু করেন তিনি। বর্তমানে ছাদ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে নির্মাণাধীন পাকা বসতঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের কাজে ব্যবহৃত ছাদ ঢালাইয়ের বাঁশ ও কাঠ, সিমেন্ট ব্যাগ, ছাদের বীমসহ পুড়ে গিয়ে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অগ্নিসংযোগের কারণ হিসেবে তিনি বলেন, সেখানে যেহেতু বিদ্যুৎ ও চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার মতো কোনো কারণ নেই, তাই ধারণা করছি কেউ পরিকল্পিতভাবে কেরাসিন কিংবা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই ব্যাপারে থানায় লিখিত দায়ের করেছি। বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের চিহ্নিত করার দাবি করেন ভুক্তভোগী নূর আয়েশা বেগম।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নির্বাপন করি। ধারণা করা হচ্ছে বিড়ি অথবা সিগারেটের জ্বলন্ত অবশিষ্ট অংশ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ঘটনাস্থলে তদন্ত করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।