বৈশাখ রাবেয়া জামান এঞ্জেলা | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১১:৪৩ পূর্বাহ্ণ বৈশাখ মানে নতুন দিনের নতুন সূর্য দেখা বৈশাখ মানে নতুন জামা নতুন কিছু শেখা। বৈশাখ মানে সিআরবি– ডিসিহিলে পান্তা ইলিশ খাওয়া। বৈশাখ মানে নৃত্য কাব্যে নতুন গান গাওয়া। বৈশাখ মানে মায়ের বুকে নতুন জীবন খোঁজা। বৈশাখ মানে নতুন করে জীবনটাকে বোঝা।