এবং যদি আমি তাদের প্রতি ফিরিশতা অবতারণ করতাম আর তাদের সাথে মৃতরা কথা বলতো এবং আমি সকল বস্তুকে তাদের সম্মুখে উঠিয়ে আনতাম তবুও তারা ঈমান আনয়নকারী ছিলো না, কিন্তু আল্লাহ্্ ইচ্ছা করলে, কিন্তু তাদের মধ্যে অনেকেই নিরেট মূর্খ।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:১১১) সূরা আন্ ‘আম।
সুরা ফাতেহাতে প্রত্যেক রোগের নিরাময় আছে।
– আল–হাদিস (বায়হাকী)
কিছু না থাকার অর্থ দরিদ্র নয়।
– জন গাওয়ার।